কয় দিন আগেই রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শবনম বুবলী। সজলের বিপরীতে অভিনীত এই ছবিটির কিছু অংশের কাজ এখনো বাকি থাকলেও বিরতি না নিয়েই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। আজ সোমবার থেকেই বুবলী নামছেন রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’-এর সেটে।

এই ছবির মাধ্যমেই প্রায় তিন বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন বুবলী ও রায়হান রাফী। এর আগে চরকি প্রযোজিত আলোচিত সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’-এ তাঁদের জুটি দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছিল। বুবলীর অভিনয়, চরিত্র নির্বাচন এবং গল্পের উপস্থাপন সেই সময় বেশ প্রশংসা পায়। দীর্ঘ বিরতির পর আবার এই সফল জুটির একসঙ্গে ফেরা ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

নতুন সিনেমা নিয়ে দারুণ আশাবাদী বুবলী নিজেও। চরিত্র ও গল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন,
“গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে—এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

জানা গেছে, কয়েক দিন আগেই ‘প্রেশার কুকার’-এর শুটিং শুরু হলেও আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে যুক্ত হচ্ছেন বুবলী। শিডিউল অনুযায়ী টানা কয়েক দিন কাজ করবেন তিনি। এরপর অল্প বিরতি দিয়ে দ্বিতীয় লটে ছবিটির পুরো শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

পরিচালক ও প্রযোজনা সূত্র জানায়, এই সিনেমার সবচেয়ে বড় চমক হলো—এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাচ্ছে।

বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষিমারিয়া শান্ত। তিন নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই গড়ে উঠবে ছবির মূল নাটকীয়তা।

যদিও ছবিটি নারীকেন্দ্রিক, তবে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান কিংবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক রায়হান রাফী কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। রহস্যটা আপাতত বজায় রাখতেই আগ্রহী তাঁরা।